অভিভাবকের জন্য নির্দেশিকা

  • গ্রীষ্মকালে প্রভাতী শাখায় ৭.১৫ মিনিটে সমাবেশ ‍শুরু ক্লাস ৭.৩০ মিনিটে এবং দিবা শাখায় ১২.১৫ মিনিটে সমাবেশ ক্লাস ১২.৩০ মিনিটে ।
  • নির্ধারিত সময়ের মধ্যে জরুরি প্রয়োজনে কোন শিক্ষার্থীকে কেবল পিতা-মাতা অথবা অনুমোদিত অভিভাবকের সঙ্গে সাক্ষাৎ করতে দেয়া হয়।
  • কোন শিক্ষার্থী ক্যামেরা,মোবাইল ফোন, রেডিও,ক্যাসেট প্লেয়ার, এমপি থ্রি,বাদ্যযন্ত্র বা কোন প্রকার বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্লাসে আনতে পারবে না।
  • শিক্ষা, শিক্ষার্থীর কল্যাণ, শাসন বা অন্য কোন পরামর্শ থাকলে ব্যক্তিগতভাবে প্রধান শিক্ষকের নিকট তা জানানো হয়।
  • প্রত্যেক পার্বিক পরীক্ষার ফলাফল কেবল অভিভাবকের নিকট প্রদান করা হয়।রিপোর্ট কার্ডের মন্তব্য সম্পর্কে অভিভাবককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হয়।
  • কোন শিক্ষার্থী প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকলে পরের দিন অভিভাবক ও সংশ্লিষ্ট শিক্ষার্থীকে প্রধান শিক্ষকের নিকট এ বিষয়ে লিখিত দরখাস্ত উপস্থাপন করতে হয়
  • আপনার সন্তান/পোষ্যের ক্লাসে/শ্রেণিতে উপস্থিতি,পাঠোন্নতি ও আচার-আচারণ সম্পর্কে প্রতি বৃহস্পতিবার প্রতিষ্ঠান ছুটির পর শেণি শিক্ষকের সাথে যোগাযোগ করা যাবে।
  • প্রতিদিন অভিভাবক শিক্ষার্থীর ডায়েরী চেক করবেন।
  • কোন শিক্ষার্থী অকৃতকার্য হলে তাকে পরবর্তী শ্রেণিতে ’প্রমোশন’ দেয়া হবে না এবং এ ব্যাপারে কোন প্রকার সুপারিশ করা যাবে না।
  • প্রতি পার্বিক পরীক্ষার ফলাফল ঘোষনার নির্ধারিত দিনে রিপোর্ট কার্ড না পেলে শ্রেণি শিক্ষকের নিকট যোগাযোগ করবেন।
  • রিপোর্ট কার্ড দেয়ার পর স্বাক্ষরান্তে তিন দিনের মধ্যে শ্রেণি শিক্ষকের নিকট ফেরত দিতে হবে।
  • পিতা-মাতা বা আইনানুগ অভিভাবক ছাড়া অন্য কাউকে প্রতিষ্ঠানে পাঠাবেন না।
  • শিক্ষার্থীর কোন ব্যাপারে সাক্ষাতের জন্য লিখিত অনুরোধ জানানোর পর অভিভাবক সাক্ষাৎ না করলে কতৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হব্যে।
  • প্রতিদিন শিক্ষার্থীর ডায়েরি দেখে স্বাক্ষর করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবেন।
  • প্রতিষ্ঠানের শৃঙ্খলা ,নিয়মকানুন না মানলে ও অশোভন আচরণ করলে শিক্ষার্থীকে বাধ্যতামূলক ছাড়পত্র(TC) দেয়া হবে।
  • দৈনিক পাঠ তৈরী করতে আপনার সন্তানকে উৎসাহ দিন ও সহায়তা করুন।
  • অত্র প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ক্রমবর্ধমান অনুপস্থিতি রোধকল্পে এবং বিনা অনুমতিতে/পূর্বানুমতি ব্যতিরেকে শ্রেণিকক্ষে অনুপস্থিত শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিত করণের লক্ষে বিনা অনুমতিতে/পূর্বানুমতি ব্যতীরেকে অনুপস্থিত শিক্ষার্থীর নিকট হতে দিন প্রতি ৫০/- (৯ম ও দশম শ্রেণিতে ১০০/-) টাকা হারে জরিমানা আদায় করা হবে।
  • বর্তমানে সরকারি বিধান অনুযায়ী তিন মাসের বেতন একত্রে ও অন্যান্য পাওনাসহ জানুয়ারী,এপ্রিল,জুলাই ও অক্টোবর মাসের নির্ধারিত দিনে আদায় করা হবে।
  • আপনার সন্তানের পোশাক পরিস্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থের দিকে সতর্ক দৃষ্টি রাখুন।খারাপ পরিবেশ থেকে দূরে রাখার চেষ্টা করুন।
  • যিনি নিজেই শিক্ষার্থীকে বিদ্যালয়ে আনা নেওয়া করেন,তিনি তাকে যথা সময়ে বিদ্যালয়ের গেটে পৌছে দেবেন এবং ছুটির পরে যথাসময়ে নিয়ে যাবেন।
  • সরকারি বিধিমালা অনুযায়ী বিদ্যালয় কার্যক্রম পরিচালিত হয়।সুষ্ঠুভাবে বিদ্যালয় পরিচালনায় আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।শিক্ষার্থীর শিক্ষার মানোন্নয়ন ও সর্বাঙ্গীন কল্যাণে গৃহীত যাবতীয় কাযক্রম বাস্তবায়নের জন্য আমরা অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের একান্ত সহযোগিতা কামনা করি।